বল হাতে রশিদের লজ্জার সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৭:৫৩ পিএম
বল হাতে রশিদের লজ্জার সেঞ্চুরি

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৩৯৬ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটিতে  রশিদ খান একাই খরচ করেন ১১০ রান। তাও কোটার এক ওভার কম বল করে।  সে হিসাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে তৃতীয় খরুচে বোলার হিসাবে নাম উঠেছে তার। 

টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে দ্যুতি ছড়ানো রশিদ ওয়ানডে ফরম্যাটে মুদ্রার উলটো পিঠ দেখলেন আজ। আজ ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারের পুরো কোটা পূরণ না করেই দিয়েছেন ১১০ রান! এইদিন তো ইংল্যান্ড ব্যাটসম্যানরা কোন পাত্তাই দেননি রশিদকে।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার অস্ট্রেলিয়ার লুইস। ২০০৬ সালে জোহানাসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভার বল করে ১১৩ রান দিয়েছিলেন লুইস। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ২০১৬ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ১১০ রান দিয়েছেন ওয়াহাব।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর