সাবাস বাংলাদেশ, এভাবেই খেলতে থাকো: গাঙ্গুলী


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৭:৩৫ পিএম
সাবাস বাংলাদেশ, এভাবেই খেলতে থাকো: গাঙ্গুলী

টন্টনে সোমবার ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রানের জবাবে খেলতে নেমে বড়সড় জয় তুলে নেয় বাংলাদেশ। বিশেষ করে সাকিব-লিটনের অসাধারণ জুটির জেরে নির্ধারিত ওভারের ৯ ওভার আগে খেলা শেষ করে মাঠ ছাড়ে লাল-সবুজের যোদ্ধারা। 

সোমবার জয়ের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন সাকিব। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি কমিয়েছিল পরাজয়ের ব্যবধান। এবার ৯৯ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস দলকে জিতিয়েছেন বড় ব্যবধানে। সেঞ্চুরির আগে বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ম্যাচ সেরার লড়াইয়ে তার ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।  তাদের পাশাপাশি আরেক টুইট বার্তায় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়দের দেখে। এভাবেই খেলতে থাকো।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর