২ সিনিয়রের সঙ্গে সরফরাজের ঝগড়া!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৯, ০৮:৩৫ এএম
২ সিনিয়রের সঙ্গে সরফরাজের ঝগড়া!

ভারত যদি পাল্টে যাওয়া ভারত হয়, পাকিস্তান তা হলে সেই পুরোনো পাকিস্তান। রোববার ম্যানস্টারে সেই দৃষ্টিপটই দেখল ক্রিকেট দুনিয়া। ভারতের দেওয়া ৩৩৬ রানের জবাবে খেলতে নেমে পাকিস্তান যেভাবে লেজ গুটিয়ে নিল তা ছিল বেশ দৃষ্টিকটু। যে কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ১৫০+ গতির বাউন্সে বিদ্ধ হতে হয়েছে ক্যাপ্টেন সরফরাজকে।

ম্যাচ শেষে তার ক্রিকেটীয় সিদ্ধান্ত এবং অধিনায়ক হিসেবে দক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠছেই। সঙ্গে যথেষ্ট সুখি সংসার তিনি রাখতে পারছেন কি না, তা নিয়েও কথা তুলছেন সাংবাদিকরা। 

এ দিন ম্যাচ হারার পরে সরফরাজকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি নিজের ফিটনেস এবং দক্ষতা ঠিক আছে বলে মনে করেন? সরফরাজ প্রথমে হকচকিয়ে গেলেন মনে হল। সবে বুমরাদের বাউন্সার খেলে উঠতে না উঠতেই নিজের দেশের মিডিয়ার দিক থেকে বাউন্সার। কোনক্রমে বললেন, ‘আমার কথা জিজ্ঞেস করছেন? আমার ফিটনেস ঠিকই আছে বলে আমি মনে করি।’

সকালে ম্যাচ শুরুর আগে থেকে পাক সংবাদমাধ্যমে সব চেয়ে বেশি করে চলছিল ইমরান খানের টুইট। যেখানে পাক প্রধানমন্ত্রী এবং তাদের দেশের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক বর্তমান অধিনায়ককে বলছেন, ‘টস জিতে ব্যাট নিও কিন্তু।’ কিন্তু সরফরাজ ইমরানের সেই কথা শুনলেই তো। সে আর যাই হোক, পাক মিডিয়া তাকে এটা নিয়েও প্রশ্নবাণ ছুড়ল। সরফরাজ় আপ্রাণ চেষ্টা করলেন নিজেদের সিদ্ধান্তকে আড়াল করার। ‘পিচে ভিজে ভাব ছিল। গত দু’দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। কোহালিও তো টসের সময় বলল, ও ফিল্ডিংই করত। ম্যাচ হয়ে যাওয়ার পরে ফলাফল দেখে এ সব বলা যায়।’

আর একজন জানতে চাইলেন, আপনার দল নির্বাচন ঠিক ছিল বলে মনে করেন? সরফরাজের জবাব, ‘যেটা সেরা কম্বিনেশন মনে হয়েছিল, সেটাই আমরা খেলিয়েছি। হয়তো আজ কাজ করল না।’ তাতেও রেহাই নেই। এ বার আরও সরাসরি প্রশ্ন গেল, আপনাদের ড্রেসিংরুমে না কি প্রচুর গোলমাল চলছে। দুই সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না। ওদের দিয়ে আপনি বলই করাচ্ছেন না। কী বলবেন? সরফরাজকে দেখে মনে হল আবার বাউন্সার উড়ে আসার মুখে ডাক করার চেষ্টা করছেন। বললেন, ‘এ সব আপনাদের কাহিনি। আমাদের ড্রেসিংরুমে সব ঠিকই আছে। হাফিজ আর মালিককে দিয়ে বেশি বল করানো হয়নি কারণ আমরা পাঁচ বিশেষজ্ঞ বোলারে খেলছিলাম। ভারতের দু’জন সেট ব্যাটসম্যান খেলছিল। তাই পার্টটাইম বোলিংয়ের দিকে যাইনি।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর