পাক-ভারত ম্যাচের সর্বশেষ আপডেট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৭:৪৩ পিএম
পাক-ভারত ম্যাচের সর্বশেষ আপডেট

তখন ভারতের ইনিংস প্রায় শেষের দিকে। খেলা শেষ হতে আর মাত্র তিন ওভার দুই বল বাকি। ওল্ড ট্রাফোডে তখন নামলো ঝড়ো বৃষ্টি। মুহূর্তেই ম্যাচ বন্ধের  সিদ্ধান্ত নেন মাঠের আম্পায়ার।  তবে এই  মুহুর্তে ফের খেলা শুরু হয়েছে।

চলতি বিশ্বকাপে এ নিয়ে চারটি  ম্যাচ ভেস্তে গেছে। আজ পাক-ভারত ম্যাচের আগেও বৃষ্টি হওয়ার সম্ভবনা ছিল। তবে সেটি শুরুতে না হয়ে মাঝপথে হানা দিল।

বুধবাার ম্যানচেস্টারে টস জিতেই তড়িগড়ি করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। অথচ তাকে দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বলেছিলেন, টস জিতলে প্রথমে ব্যাট নিও। অগ্রজর উপদেশ উপেক্ষা করে সরফরাজ ভারতকে ব্যাট করতে পাঠান। সেই সিদ্ধান্তটাই ইতোমধ্যে বুমেরাং হয়েছে। যদিও সরফরাজের উদ্দেশ্য ছিল পরিষ্কার। মেঘলা আবহাওয়ায় শুরুতেই ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন তার বোলাররা। সরফরাজের হাতে রয়েছেন মোহাম্মদ আমিরের মতো ভয়ঙ্কর বোলার। দু’ বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমির একাই ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। এদিন অবশ্য নতুন দিন। ভিন্ন টুর্নামেন্ট। শুরুতেই ভারতের ব্যাটিং ভাঙার আশা পূর্ণ  হয়নি সরফরাজের। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুর বিষ শুষে বিনা উইকেটে ১০০ রানের পার্টনারশিপ করে ফেলেন। 

প্রসঙ্গত, বৃষ্টি নামার আগ পর্যন্ত দারুণ অবস্থানে ভারত। ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বিরাট কোহলির দলের সংগ্রহ দাঁড়িয়েছিল ৩০৫ রান।  এই মুহূর্তে ভারতের সংগ্রহ ৪৭ ওভারে ৩১১।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর