রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে মেসি


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুন ১৩, ২০১৯, ০৩:১৫ পিএম
রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে মেসি

২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুনের মাঝের সময়কালে খেলোয়াড়দের পুরস্কারের অর্থ, বেতন ও এন্ডোর্সমেন্টের যোগফলে মোট আয়ের হিসেব করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস।

যেখানে ১০০ জন খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন লিওনেল মেসি। এই সময়ে আয়ের হিসেবে ১২ কোটি ৭০ লাখ ডলার নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি।

১০ কোটি ৯০ লাখ ডলার নিয়ে তারপরেই আছেন জুভেন্টাস পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিন নম্বরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।

এই সময়ে নেইমার বেতন থেকে মোট পেয়েছেন সাত কোটি ৫০ লাখ ডলার। রোনালদোর চেয়ে যা এক কোটি ডলার বেশি। বেতন থেকে দুজনের চেয়েই বেশি আয় করেছেন মেসি, ৯ কোটি ২০ লাখ ডলার।

এই সময়ে এন্ডোর্সমেন্ট থেকে রোনালদো আয় করেছেন চার কোটি ৪০ লাখ ডলার। মেসি (তিন কোটি ৫০ লাখ ডলার) ও নেইমারের (তিন কোটি ডলার) চেয়ে যা বেশি।

১৯৯০ সালে এই র‌্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে রোনালদোর পর মেসিই প্রথম ফুটবলার হিসেবে তালিকার শীর্ষে উঠলেন। একই সঙ্গে এবারই প্রথম এই তালিকার শীর্ষ তিন জনই হলেন ফুটবলার।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর