১৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০২:০২ পিএম
১৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

বুধবার দ্বাদশ বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টন্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 

৩০ মে শুরু হওয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যাতে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড, তলানিতে আফগানিস্তান। চলতি আসরে তিনটি ম্যাচ খেলে সবক’টিতে হেরেছে নবী-রশিদরা। অন্যদিকে সমপরিমান ম্যাচ খেলে চূড়ায় নিউজিল্যান্ড। 

তালিকায় দ্বিতীয়-তৃতীয় স্থানে ইংল্যান্ড-ভারত। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। তবে স্বাগতিক দল একটি ম্যাচ বেশি খেলেছে। চতুর্থতে থাকা অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে হেরে কপাল পুড়িয়েছে। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্টও ৪। নেট রান রেটে (0.483) ইন্ডিয়া-ইংল্যান্ড থেকে পিছিয়ে তারা। আর লাল-সবুজের ধারক-বাহকদের অবস্থান সপ্তমে। চারটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে তারা। একটিতে জিতেছে এবং অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাই তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো তিন। 

ছবিতে দেখে নিন পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর