ব্রিস্টলে বৃষ্টির জয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৭:৩১ পিএম
ব্রিস্টলে বৃষ্টির জয়

দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে পা দিতে হাতে অবশিষ্ট থাকা ছয় ম্যাচের চারটিতে জিততে হতো বাংলাদেশকে।  সে পদক্ষেপে তাদের প্রথম শিকার ছিল শ্রীলঙ্কা। কিন্তু র্দুভাগ্য হলো, লঙ্কান বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। যে কারণে শেষ চারের স্বপ্ন থেকে কিছুটা দুরত্ব সৃষ্টি হলো মাশরাফিদের।  কারণ এক পয়েন্ট নিয়ে তাদের মোট পয়েন্ট দাঁড়ালো তিনে।  অথচ ম্যাচটি জিতলেই আজ চার পয়েন্ট পূর্ণ হতো বাংলাদেশের।
 
আজ ব্রিস্টলের আকাশে জয় হলো বৃষ্টির। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটির জন্য আর অপেক্ষা করেননি আম্পায়াররা। স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে, বাংলাদেশ সময় সাতটার কিছু আগেই আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে সর্বশেষ খবরে জানা গিয়েছিলো, বাংলাদেশ সময় রাত ৮টায় আম্পায়াররা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু ব্রিস্টলের আকাশে বৃষ্টি অব্যাহত থাকায় আম্পায়াররা আর অপেক্ষা করেননি। এক ঘন্টা আগেই জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত। সে কারণে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর