ম্যাচ শেষে মাশরাফি উল্টো শুনালেন ভিন্ন কথা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০১৯, ১১:৫৫ পিএম
ম্যাচ শেষে মাশরাফি উল্টো শুনালেন ভিন্ন কথা

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৮৭ রান। যা টপকাতে রীতিমত ইতিহাস গড়া লাগতো বাংলাদেশের। কারণ এখন পর্যন্ত একদিনের ফরম্যাটে সর্বোচ্চ ৩৩০ রান করতে পেরেছিল বাংলাদেশ। তাও চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ডের সিমিং কন্ডিশন। তার মধ্যে বাংলাদেশের দুর্বলতার কথা ভালো ভাবেই জানে স্বাগতিক দল। সে জন্যই আজ পেসারের পসরা সাজিয়ে বসে জেসন রয়রা। আর তাদের পাতানো সেই ফাঁদে পা দিয়েই বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। বরং নির্ধারিত রানের ১০৬ রান দূরে থেমেছে মাশরাফিদের যাত্রা।

শনিবার ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশের হয়ে একমাত্র সাকিবকে বুক ফুলিয়ে খেলতে দেখা যায়। বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। মুশফিক-মোসাদ্দেক লড়াই করলেও দলের বিপদ উৎরানোর মতো জুতসই স্কোর গড়তে পারেননি। সে জন্যই দলের এমন লজ্জাজনক হার।

আর এমন হার নিয়ে ম্যাচ শেষে মাশরাফি বলেছেন, ‘আমি মনে ৩৮৭ রান অনেক রান। এর কৃতিত্বভার পুরোটাই ইংল্যান্ড ব্যাটসম্যআনদের দেওয়া যায়। যদিও ম্যাচের প্রথম ৪-৫ ওভার আমাদের কন্ট্রোলে ছিল। কিন্তু আস্তে আস্তে তারা ম্যাচ নিয়ন্ত্রণে নেয়। আমরা জানতাম জেসন রয়কে আউট করতে পারলেই খেলায় ফিরতে পারবো। কিন্তু সেটি সম্ভব হয়নি।’ 

এসময় মাশরাফি আরো বলেছেন, ‘৩২০-৩৩০ হলে চেজ করা যেত। আমাদের সাকিব প্রথম ম্যাচ থেকেই ভালো খেরে আসছে। তিন নম্বর পজিশনে সে সফলতা চেষ্টা করছে। যাই হোক, আমাদের আরো ছয়টি ম্যাচ আছে । আশা করি সেগুলোয় ভালো হবে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর