একাদশ বলে দিলেন পাপন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০১৯, ০৭:১১ পিএম
একাদশ বলে দিলেন পাপন

ক্রিকেটের বিশ্বমঞ্চে এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার দুটিতে জিতেছে টাইগাররা এবং একটিতে ইংল্যান্ড। তাই এবার একটু বেশিই সতর্ক ইংল্যান্ড। অন্যদিকে টাইগারদেরও লক্ষ্য যে কোন মূল্য ইতিহাস চলমান রাখা।

এদিকে শনিবার কার্ডিফ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা।  কিন্তু শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই জল্পনা কল্পনা দূর করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই উইনিং কম্বিনেশনই ধরে রাখা হয়েছিল। নিজেদের তিননম্বর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও অপরিবর্তিত একাদশ থাকবে বলে জানান নাজমুল হাসান।

এ নিয়ে পাপন বলেন, ‘আমাদের সামনে এখন দুটো বিকল্প আছে। আমাদের যেহেতু বোলিংয়ে দুর্বলতা আছে, বিশেষ করে পেস বোলিংয়ে। বিশ্বকাপে পেস বোলিংয়েই সবাই ইফেক্টিভ হচ্ছে। আমাদের যেহেতু দুর্বলতা আছে, সেটা কাভার করার জন্য আমরা দুটো কাজ করতে পারি। এক- স্পিনটাকে আমরা আরও বাড়াতে পারি। দ্বিতীয়, একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। অথবা আরেকজন অলরাউন্ডার, যে আবার স্পিন বল করতে পারে। এগুলো নিয়ে আলাপ করতে হবে। অনেকগুলো খেলা তো, তাই অনেক কিছুই সামনে আসবে।’ বিশ্বকাপে টাইগারদের প্রথম দুই ম্যাচে দেখে দেশে ফিরে এমনই বললেন নাজমুল হাসান।


গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর