তিন অধিনায়কে চোখ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৬:০১ পিএম
তিন অধিনায়কে চোখ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

অ্যালান বোর্ডারের কথা মনে আছে নিশ্চয়ই। শুধু কিংবদন্তি ব্যাটসম্যানই নন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়কদেরও একজন বোর্ডার। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। অন্যান্যদের মতো এই কিংবদন্তীও আসন্ন বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন। দল নিয়ে নিজের বিশ্লেষণ না জানালেও অধিনায়কত্বের প্রতি নিজের ভালোবাসার জানান দিয়েছেন ঠিকই। এবারের বিশ্বকাপের দশ দলের ১০ জন অধিনায়ক। তাদের মধ্যে তিনজনের প্রতি বিশেষ নজর রাখবেন অজিদের সাবেক এই তারকা।

উপমহাদেশ থেকেও একজনকে নজরের তালিকায় রেখেছেন ১৯৮৭ বিশ্বকাপজয়ী এ অস্ট্রেলিয়ান। না, তিনি মাশরাফি, সরফরাজ কিংবা গুলবেদিন নন। তিনি বিরাট কোহলি। বোর্ডারের পছন্দের বাকি দুই অধিনায়ক—অ্যারন ফিঞ্চ ও এউইন মরগান।

তিনজনের মধ্যে কোহলিকে একটু আলাদা ঘরানার অধিনায়ক মনে করেন বোর্ডার। ভীষণ আক্রমণাত্মক ও লড়াইটা চোখে চোখ রেখেই করে থাকেন ভারতের অধিনায়ক। বোর্ডারের ভাষায়, ‘সে একটু আলাদা ঘরানার অধিনায়ক। ভীষণ উদ্দাম ও আক্রমনাত্নক, খেলাটা হৃদয় দিয়েই খেলে থাকে। খেলোয়াড়েরা জানে কোনো ঝামেলা হয়েছে কি না কারণ সে মুখের ওপর এসে কথা বলা লোক।’

অস্ট্রেলিয়াকে ১৭৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ১০৭ জয় পেয়েছেন বোর্ডার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি এক সময় বোর্ডারের দখলেই ছিল। পরে রেকর্ডটি নিজের করে নেন রিকি পন্টিং। এরপরও বোর্ডারকে নেতৃত্বগুণে পন্টিংসহ আরও অনেকের ওপরেই রাখেন বিশ্লেষকেরা। মরগ্যানকে পছন্দ করার কারণ হিসেবে বোর্ডারের কাছে সহজ ব্যাখ্যা, তার নেতৃত্ব ইংল্যান্ড ওয়ানডেতে নিজেদের সেরা অবস্থানে পৌঁছেছে। ওয়ানডে খেলার ধাঁচটাই পাল্টে দিয়েছে মরগ্যানের দল।

মরগ্যানের প্রশংসায় বোর্ডার বলেন, ‘ইংল্যান্ড অসাধারণ পারফর্ম করছে। কোচ ট্রেভর বেলিস ও অধিনায়ক মরগ্যানের অধীনে ইংল্যান্ডের গেম-প্ল্যান বাকি দলগুলোর চেয়ে আলাদা।
 
অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ সম্পর্কে বোর্ডারের ব্যাখ্যা, ‘ফিঞ্চ ভালো করছে। দলের মধ্যে ভালো পরিবেশ বজায় রেখেছে। সবাই ভালো বোধ করছে। অধিনায়ক হিসেবে এটা বেশ ভালো শুরু। কৌশলগত দিক থেকে আমার মতে, এ তিন অধিনায়কই ভালো (কোহলি, ফিঞ্চ ও মরগ্যান)।’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর