ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির অনন্য কীর্তি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১০:০৯ এএম
ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির অনন্য কীর্তি

পিচিচি ট্রফি জয়ের পর এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন আর্জেন্টিনার বার্সা তারকা লিওনেল মেসি। দুটি পুরস্কারই টানা তৃতীয়বারের মতো জিতলেন তিনি। 

চলতি লা লিগায় ৩৪ ম্যাচে মোট ৩৬ গোল করেছেন মেসি। এছাড়া সতীর্থদের দিয়েও ১৩টি গোল করিয়েছেন। সে সঙ্গে জিতে নিয়েছেন পিচিচি শু-ট্রফি। হিসাব মতে, ১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জয়ের অনন্য কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী মেসি।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি।

প্রসঙ্গত, ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার জয়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের কিলিয়ান এমবাপে। তার গোল সংখ্যা ৩২টি (শুক্রবারের ম্যাচসহ)। তবে শুক্রবার রাঁসের বিপক্ষে তার একটি সুযোগ ছিল। ম্যাচটিতে ৫ গোল করতে পারলে মেসিকে টপকানোর সুযোগ ছিল তার। কিন্তু তা সম্ভব হয়নি। প্রতিপক্ষ জালে মাত্র একবার গোল পাঠাতে সক্ষম হন এমবাপে। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর