পাকিস্তানকে আফগানিস্তানের কড়া সতর্কবার্তা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৯:৩৮ এএম
পাকিস্তানকে আফগানিস্তানের কড়া সতর্কবার্তা

টানা ১০ ওয়ানডে হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান।

শুক্রবার ব্রিস্টলের নেভিল রোডে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভার ব্যাট করে ২৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান বাবর আজম। তিনি ১০৮ বল মোকাবেলায় ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৪ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। ইমামের ব্যাট থেকে আসে ৩২ রান। সব মিলিয়ে ২৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান।

পাকিস্তানের মাঝারি মানের স্কোর টপকাতে নেমে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ব্যক্তিগত ২৩ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেন। দলীয় ৮০ রানে হজরতউল্লাহ জাজাইকে (৪৯) হারিয়ে প্রথম উইকেটের পতন ঘটে আফগানদের।

এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হাশমাতউল্লাহ শহীদী। রহমত শাহ্‌ ৩২, সামিউল্লাহ শিনওয়ারি ২২ ও আসগর আফগান ৭ রান করে আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখে দেখে-শুনে খেলে যান তিনি।

তবে নবী ৩৪ রান করে বিদায় নেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অধিনায়ক গুলবাদিন নাইব ও নাজিবউল্লাহ জাদরানের বিদায়ে দল পড়ে যায় চাপে। সেই চাপ সামলে দলকে অবশ্য জয় এনে দিতে ভুল করেননি শহীদী। ৫ রানে অপরাজিত রশিদকে সঙ্গে নিয়ে তিনি মাঠ ছাড়েন জয়কে সঙ্গী করে। ১০২ বলের মোকাবেলায় অপরাজিত থাকেন ৭৪ রান করে, হাঁকিয়েছেন ৭টি চার। সে সঙ্গে দলও জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর