কোচ হিসেবে চাই তারা থাকুক: টমাস টুখেল


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৬:৩৩ পিএম
কোচ হিসেবে চাই তারা থাকুক: টমাস টুখেল

রোববার চলতি মৌসুমের ইউএনএফপি (ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন) লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় 'অন্য কোথাও' আরও দায়িত্ব নিতে চান বলে জানান ২০ বছর বয়সী এমবাপ্পে। এতে তার দল ছাড়া নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।

অন্যদিকে, ২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার পিএসজিতে যোগ দেওয়ার কিছু দিন পর থেকেই তার সম্ভাব্য দলবদল নিয়ে নতুন সব সম্ভাবনার খবর আসতে শুরু করে। দিনে দিনে তা আরও বেড়েছে।

দলের এ দুই তারকা ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন পিএসজির কোচ টমাস টুখেল। আক্রমণভাগের সেরা দুই ফুটবলারের ক্লাব ছাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

কোচ হিসেবে দুই শিষ্যকে আগামী মৌসুমেও পেতে চান বলে এক সংবাদ সম্মেলনে জানান টুখেল। একজন কোচ হিসেবে আমি চাই তারা এখানেই থাকুক। কিন্তু এটা ফুটবল, আমরা বোকা নই।

অনেক ক্লাবই অনেক খেলোয়াড়কে নিতে চায়। আর দল-বদলের বাজার উন্মত্ত। কিন্তু যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, আগামী মৌসুমে তারা এখানে থাকুক, আমি চাই। কিন্তু যদি তারা না থাকে, আমরা সমাধান খুঁজে নেব।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর