‘সাইড স্ট্রেইন’ নয়, তবে কি হয়েছে সাকিবের?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৫:২৮ পিএম
‘সাইড স্ট্রেইন’ নয়, তবে কি হয়েছে সাকিবের?

ডাবলিনে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৩৬তম ওভারে ব্যাট করার সময় হঠাৎ ব্যথা অনুভব করলে মাটিতে শুয়ে পড়েন সাকিব আল হাসান। তখন সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করেন টাইগারদের ফিজিও থিহান চন্দ্রমোহন। ফিজিওর শুশ্রূষায় খানিক পর সাকিব উঠে দাঁড়িয়ে আবারো ব্যাটিং শুরু করেন।

তবে পরের ওভারে অর্ধ-শতক পূর্ণের পর মাঠ ছেড়ে চলে যান সাকিব। পরবর্তীতে জানা যায়, চোটের পর ঝুঁকি এড়াতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এমন ঘটনায় রাতভর সাইড স্ট্রেইনের গুঞ্জন উঠলেও বৃহস্পতিবার জানা যায়, সাকিবের এই চোটকে সাইড স্ট্রেইন হিসেবে চিহ্নিত করছে না টিম ম্যানেজমেন্ট।

সাকিবের এই চোট নিয়ে বিসিবি চিকিৎসক কী ভাবছেন? বোর্ডের বিশ্বস্ত চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকায় থাকায় চোট আক্রান্ত সাকিবকে কাছ থেকে দেখেননি। তবে ফিজিও থিহান চন্দ্রমোহনের মুখ থেকে শোনে তারও দাবি, সাকিবের এই চোট গুরুতর নয়।

এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘দুপুরে দলের সঙ্গে কথা হয়েছে। তারা জানালো সাকিব পরের ম্যাচে ছিটকে পড়েনি, তবে তাকে পর্যবেক্ষণে রেখেছে। আজকে রাত দেখে কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর