আবারো কাঁদতে হবে তাসকিনকে!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৪:৩৮ পিএম
আবারো কাঁদতে হবে তাসকিনকে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইনজুরিতে পড়ে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। পরবর্তীতে বিশেষ বিবেচনায় তাকে আয়ারল্যান্ড সফরে পাঠায় বিসিবি। যাতে প্রস্তুতি ম্যাচে খেললেও মূল ম্যাচে নামার সুযোগ হয়নি তার। 

আয়ারল্যান্ড সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৬৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। অন্যদিকে  প্রস্তুতি ম্যাচ বা সিরিজের প্রথম ম্যাচ, কোনোটার একাদশেই ছিলেন না রাহী। ফলে গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সিলেটের এই পেসার। কিন্তু বুধবার ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট তুলে সব হিসাব সোজা করে দেন রাহী। অপরদিকে, তাসকিন খেলারই সুযোগ পাননি কোনো ম্যাচে।

এদিকে ডাবলিনের ম্যাচের পরবর্তীতে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘জায়েদের ৫ উইকেট পাওয়া বাংলাদেশ দলের জন্যই ভালো। কারণ ও এখন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাবে। আর ও ভালো করলে তো সেটা দলেরই কাজে লাগবে।’

তিনি আরো জানিয়েছেন, ‘আমরা জায়েদকে দলে নিয়েছিলাম উইকেট শিকারি বোলার হিসেবে। একটু খরুচে হয়েছে, কিন্তু ৫ উইকেট পাওয়াটা বড় ব্যাপার। তার কাছে যেটা চেয়েছি, ও সেটা করতে পেরেছে। বিশ্বকাপে সুযোগ পেলে নিশ্চয়ই এরকম ভালো কিছুই দেয়ার চেষ্টা করবে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর