বিশ্বকাপের আগেই ছন্দে ফিরবে বোলাররা: শাদাব


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৩:০৩ পিএম
বিশ্বকাপের আগেই ছন্দে ফিরবে বোলাররা: শাদাব

বিশ্বকাপের আগে টানা হারে বিধ্বস্ত পাকিস্তান। হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না দলটি। একের পর এক হারে বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। সেই ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর থেকে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই পাকিস্তান ক্রিকেট। গতবছর খেলা ১৮টি ওয়ানডের মধ্যে হেরেছে ১০টিতেই। ব্যর্থতার এ ধারা চলমান এ বছরেও।

এদিকে ছন্দে নেই বোলাররাও। শুধুমাত্র বোলারদের ব্যর্থতার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ওয়ানডেতেই হেরেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে বোলারদের এমন পারফরম্যান্সে চিন্তিত দলটির অধিনায়ক সরফরাজ আহমেদও। তবে ব্যাটসম্যানদের নিয়ে বেশ আশাবাদী এ অধিনায়ক।  

এদিকে অসুস্থতার কারণে দলের বাইরে থাকা লেগ স্পিনার শাদাব খান লন্ডনে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিশ্বকাপের আগে বোলারদের ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।

বোলাররা ছন্দ ফিরে পেলেই ম্যাচ জিততে শুরু করবে পাকিস্তান। এমনটাই দাবি শাদাবের। তবে বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিক সিরিজের চাপটা যে ভিন্ন এবং বাড়তি সেটা খুব ভালোভাবেই জানা আছে তার।

পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার বলেন, বিশ্বকাপে ভালো করার মত ক্ষমতা আছে পাকিস্তান দলের। তারা এখন খানিকটা ধুঁকছে কিন্তু বাকি দলগুলোও বিভিন্ন দিক দিয়ে সমস্যায় আছে। বলতে গেলে সব মিলিয়ে ভালোই ক্রিকেট খেলছি আমরা। বোলাররা ভালো পারফর্ম করতে পারছে না।

'আসলে তাদের এখন যেমন ছন্দে থাকার প্রয়োজন ছিল তারা সেই ছন্দে নেই। কিন্তু যখনি তারা ছন্দে ফিরে পাবে আমরা ম্যাচ জিততে শুরু করব। আমাদের দলের চারজন গুরুত্বপূর্ণ সদস্য এই সিরিজে খেলছেন না। বিশ্বকাপ এবং দ্বিপাক্ষিকের সিরিজের মধ্যে যেমন পার্থক্য আছে তেমনই চাপটাও দুই জায়গায় দুই রকম।'

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর