দক্ষিণ আফ্রিকা শিবিরে সুখবর


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০১৯, ১২:৫৩ পিএম
দক্ষিণ আফ্রিকা শিবিরে সুখবর

বিশ্বকাপ উপলক্ষে প্রায় সব দলই দল ঘোচানোর কাজ শেষ করেছে। এমন একটি টুর্নামেন্টে ইনজুরির শঙ্কা না থাকলে প্রতিটি দলই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরি হানা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবিরে।

আইপিএল থেকেই চোটকে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলেন তারা। এমন চোটে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে চোটের ভয় কাটিয়ে উঠেছেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০ মে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন রাবাদা ও স্টেইন। তাই স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকা শিবিরে। এ মাসের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত হয়ে পড়ে প্রোটিয়ারা। এরই মধ্যে হারিয়েছে বিশ্বকাপ দলে থাকা এক পেসার আনরেখ নর্টজেকে। এমন অবস্থায় পেস অ্যাটাকের দুই ভরসার সুস্থ হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার জন্য সুসংবাদ।

দলের দুই তারকা পেসারকে নিয়ে সুখবর দিয়ে কোচ ওটিস গিবসন জানান, ‘কেজি (রাবাদা) ও স্টেইনকে নিয়ে ভয় ছিল। কিন্তু এখন সেসব নেই। তারা দুজনই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বকাপে তারা খেলবে। আশা করি প্রথম ম্যাচেই খেলবে দুজন।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের সবাইকে এতদিন পর একসঙ্গে পেয়েছেন গিবসন। দলের একেকজন এতদিন আইপিএল, কাউন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে পুরো দলকে পেয়ে খুশি প্রোটিয়া কোচ। দলের পরিবেশ সম্পর্কে জানাতে গিয়ে গিবসন বলেন, ‘দুর্দান্ত, এই দলটার একটা বিষয় আমার খুব ভালো লাগে। তা হলো, যখন ওরা একসঙ্গে হয় তখন ভুলে যায় যে এতদিন তারা বিচ্ছিন্ন ছিল।’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর