রাহী যা করলেন, যা দেখালেন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৯:৩৯ পিএম
রাহী যা করলেন, যা দেখালেন

বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হবে তাকে। এমনকী খেলানো হবে না ত্রিদেশীয় সিরিজেও। কিন্তু এসবই ভুল প্রমাণ হয় বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ম্যাচটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে পা দেন আবু জায়েদ রাহী। আর তাতেই দেখান বাজিমত। তুলে নেন গুনেগুনে ৫ উইকেট। 

দেশের জার্সিতে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচের কোটা পূরণ করেছিলেন। সাড়ে তিন বছর তার পাশে দাঁড়ানোর কৃতিত্ব দেখান রাহী। সিলেটের এই পেসার নিজের প্রথম স্পেলে অ্যান্ডি বালবিরনিকে ফিরিয়ে প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ পান। নতুন বলে টানা ৬ ওভার বোলিং করে ৩১ রানে নিয়েছিলেন বালবিরনির উইকেট।

এরপর দ্বিতীয় স্পেল ছিল ডেথ বোলিংয়ে। তখন পোর্টারফিল্ড আর স্টারলিং ঝোড়ো ব্যাটিং উপহার দিচ্ছিলেন। আর তখনই তাকে বল তুলে দেন মাশরাফি। ১০৬ বলে ৯৪ রান করা পোর্টারফিল্ড তুলে মারতে গিয়ে এক্সট্রা কভারে ক্যাচ দেন। পরের ওভারে রাহীর শিকার কেভিন ও’ব্রায়েন ও সেঞ্চুরিয়ান স্টারলিং। দ্রুত ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে শেষ দিকে রান তুলতে দেননি ডানহাতি পেসার।

তাকেও হাতছানি দিচ্ছিল ৫ উইকেটের। মিস করেননি। নিজের নবম ওভারে পরপর দুই চার হজমের পর উইলসনকে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাকিবের হাতে তালুবন্দি করান। তাতেই দারুণ কীর্তি রাহীর। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম পাঁচ।

প্রসঙ্গত, আজকের ম্যাচে রাহীর বোলিং ফিগার ছিল ৯-০-৫৬-০। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর