বিশ্বকাপে আইসিসির অভিনব পন্থা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৬:২১ পিএম
বিশ্বকাপে আইসিসির অভিনব পন্থা

৩০ মে শুরু হবে ওয়েলস এন্ড ইংল্যান্ড বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে ফিক্সিং ঠেকাতে অভিনব উদ্যোগ হাতে নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট ইতিহাসে এ প্রথমবারের মতো প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে দুর্নীতি বিরোধী কর্মকর্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে আইসিসির এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি চায় বিশ্বকাপকে ফিক্সিং মুক্ত রাখতে। এজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি নিয়োজিত এই কর্মকর্তা বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের সঙ্গেই থাকবেন। তারা অবস্থান করবেন খেলোয়াড়দের সঙ্গে টিম হোটেলেই। অর্থাৎ সার্বক্ষণিক খেলোয়াড়দের সঙ্গেই থাকবেন এই কর্মকর্তা। ওয়ার্মআপ ম্যাচের আগ থেকে শুরু করে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত নিয়োজিত থাকবেন তিনি।

আগামী ২৯’মে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। পরের দিন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মাঠের লড়াই। ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর