সিরিজ জিতল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৮:২৩ পিএম
সিরিজ জিতল বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচটি ড্র হলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এর আগে ফতুল্লায় প্রথম তিন দিনের ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।

বুধবার তৃতীয় দিনের তৃতীয় সেশনে ২৫৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে সফরকারীরা। তবে দিনের বাকিটা সময়ে তারা ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর ড্র মেনে নেন উভয় দলের অধিনায়ক। এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে ২৫৬ রানের লক্ষ্য পায় সফরকারীরা।

মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৯ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে বুধবার ৬ উইকেট হারিয়ে আরো ১২৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ম্যাচের ফল তখন অনেকটাই নিশ্চিত। এক সেশনেরও কম সময়ে ২৫৬ রানের লক্ষ্য পায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। তবে জয়ের আশায় নয়, বাকিটা সময় সময় কাটানো ব্যাটিং-ই করেছে সফরকারীরা। তাতে অবশ্য খুব ভালো করেছে তেমনটা বলা যাবে না। সর্বসাকুল্যে ২৫ ওভার ব্যাট করে ১০৩ রান করতে সমর্থ হয় তারা।

প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক রিহাদ খান। ১২০ বলে অপরাজিত ১৩৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কারটাও তাই জিতে নিয়েছেন তিনি।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর