‘তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে বাংলাদেশ’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ১০:১৯ পিএম
‘তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে বাংলাদেশ’

সম্প্রতি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাতে ঠাঁই হয়নি দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদের। মূলত ফিটনেসের ঠুনকো অজুহাদে তাকে দলের বাইরে রাখে নির্বাচকরা।

এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন,, তাসকিন না থাকায় বিশ্বকাপে ভুগবে টাইগাররা।

ইউটিউবে নিয়মিত ক্রিকেট নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেন রমিজ। নিজ দেশ পাকিস্তান ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা অন্য দলগুলোকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বললেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

রমিজ বলছেন, বিশ্বকাপ দলে তাসকিন না থাকায় বাংলাদেশকে কিছুটা পেছনের দিকে ঠেলে দিতে হচ্ছে। এমনিতেই পেস বোলিংয়ে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়। রুবেল হোসেনের হাতে গতি আছে। তবে তার সেরকম কোনো সঙ্গী নেই, যে গতির সঙ্গে সিম আপ ডেলিভারি করবে।

তিনি বলেন, তাসকিন বিপিএলে দারুণ পারফর্ম করেছে। অথচ সে-ই স্কোয়াডে নেই। ও না থাকায় বাংলাদেশকে নানামুখী সমস্যায় পড়তে হতে পারে। কারণ, ডেথ ওভারে তার রয়েছে মূল্যবান উইকেট তুলে নেয়ার ক্ষমতা।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর