বিশ্বকাপ: প্রথম দল হিসাবে ইংল্যান্ডে উড়ে গেল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৫:২৭ পিএম
বিশ্বকাপ: প্রথম দল হিসাবে ইংল্যান্ডে উড়ে গেল পাকিস্তান

৩০ মে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ। সে লক্ষ্যে প্রথম দল হিসেবে ইতোমধ্যে ইংল্যান্ডের বিমান ধরেছে পাকিস্তান৷

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫ মে থেকে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১ টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজরা। সেই টুর্নামেন্টের জন্যই রওয়ানা দিল পাকিস্তানিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে বিশ্বকাপ মোডে ঢুকে পড়বে সরফরাজ-ফখররা। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩১ মে বিশ্বকাপের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।

বিশ্বকাপে এবার নিজেদের আন্ডারডগ হিসেবে দেখতে চায় পাকিস্তান। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের উড়ান ধরার আগে পাক দলের অধিনায়ক সরফরাজ জানান, ‘মাথার উপর ফেবারিট তকমা থাকলে, চাপে পড়তে হত। তার চেয়ে আন্ডারডগ হিসেবেই এবার বিশ্বকাপে আমরা অংশ নিতে চলেছি৷ সেটাই আমাদের চাপমুক্ত রাখব।’

সেই সঙ্গে সরফরাজ আরো জুড়েছেন, ‘টুর্নামেন্টের গ্রুপ পর্বে নয়টি ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই তাই আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ হিসেবে দেখছি।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর