আজ বড় কঠিন পরীক্ষা, সন্দেহ নেই রশিদ খানেরও


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৩:১১ পিএম
আজ বড় কঠিন পরীক্ষা, সন্দেহ নেই রশিদ খানেরও

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে চলতি আইপিএলের হট ফেভারিট দল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স।দুই দলের ম্যাচ নিয়ে যেমন ভক্ত-সমর্থকদের উৎসাহের কমতি নেই।আজ লড়াই হবে রাসেল-ওয়ার্নারদের। তাই পরীক্ষাটা জমবে বেশ দুই দলের।এমনটা শুধু ভক্তরা নয়, হায়দরাবাদের স্পিনার রশিদ খানও তাই মনে করেন।মাঠে নামার আগেই জানিয়ে দিলেন, আজ বড় ম্যাচ, বড় পরীক্ষ, সন্দেহ নেই।

চলতি আইপিএলে ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে থামানার মতো এখন পর্যন্ত কোনো বোলার নজরে আসেনি।তা অকপটেই শিকার করলেন হায়দরাবাদের অন্যতম বোলিং ভরসা রশিদ খান।বাদশাহর এই সেনাপতিকে এখন পর্যন্ত কেউ রুখে দিতে পারেনি।বরং যে বোলারই এসেছেন আছড়ে ফেলেছেন গ্যালারিতে।

তাই রাসেলকে মোকাবেলা করার আগে বেশ সাবধানি প্রতিপক্ষের বোলাররা। ক্যারিবীয়ান এই হার্ডহিটারকে নিয়ে রশিদ বলেন, ‘আন্দ্রে রাসেল এই মুহূর্তে সত্যিই ভয়ঙ্কর মেজাজে রয়েছে। যে ভাবে সব বলই গ্যালারিতে উড়িয়ে দিচ্ছে, অবিশ্বাস্য! যে কোনও বোলারকে ধ্বংস করার ক্ষমতা রাখে ও। আজ একটা বড় ম্যাচ, বড় পরীক্ষা, সন্দেহ নেই। আমি ব্যাপারটাকে সহজ, সরল রাখার চেষ্টা করছি। অতীতে কী ধরনের বল করে ওর বিরুদ্ধে সাফল্য পেয়েছি, তা মাথায় রাখার চেষ্টা করব। রাসেল যখন আক্রমণ করবে, তখনও আমি নিজের সেরা ডেলিভারিগুলো করে যাওয়ার চেষ্টা করব।’

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান বেশ ভালো বলা যায় না।এখন পর্যন্ত আট ম্যাচ খেলে হায়দরাবাদের অবস্থান পয়ন্ট টেবিলের পাঁচে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে কেকেআরের অবস্তান ছয়ে।তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর