সমালোচনার ঝড়ের পরেও অশ্বিনকে থামানো গেল না


নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৯:৫১ এএম
সমালোচনার ঝড়ের পরেও অশ্বিনকে থামানো গেল না

চলতি আইপিএলে কম সমালোচিত হননি ভারতের জাতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন।কিন্তু এত অশ্বিনের কিছু যায়-আস না!উনিশের আইপিএল শুরুতে আলোচনায় ছিলো অশ্বিনের ‘মানকাড’ আউট।সমালোচনার ঝড়ের পরেও থামানো যায়নি পাঞ্জাব দলনেতাকে।এখন অশ্বিন বল হাতে আক্রমণে আসলেই ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যান তাকিয়ে থাকেন তার দিকে।গতকালও ঘটল একই কাণ্ড।অন্য সময় ভিন দেশীরা হলেও এবার তার সতীর্থ শিখর ধাওয়ান।

দিল্লি ক্যাপিটালসের ইনিংসে তখন ১৩তম ওভারের খেলা চলছে। তৃতীয় বলটা করতে গিয়ে বোলিং ক্রিজে গিয়েই থামলেন রবিচন্দ্র অশ্বিন। এরপর ফিরে গেলেন নিজের বল করার জায়গায়। টিভিতে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকার বলে উঠলেন, অশ্বিন আসলে ধাওয়ানকে সতর্ক করলেন। অর্থাৎ, আরেকবার ওভাবে বেরিয়ে গেলে ‘মানকাড’ আউট করব! যদিও ননস্ট্রাইক থেকে কিছুটা বেরিয়ে গেলেও শিখর ধাওয়ানের ব্যাট দাগের ভেতরেই ছিল।

এবার আইপিএলে অশ্বিনের ‘মানকাড’কাণ্ডের পর থেকেই ননস্ট্রাইকের ব্যাটসম্যানেরা বেশ সাবধানী। বিশেষ করে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক বল করতে এলে তারা বেশ সাবধান থাকেন। পাছে আবার জস বাটলারের মতো ভাগ্য বরণ করতে হয়! সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে মজাও করছেন। তবে ডিন জোন্স সম্ভবত আজকের ব্যাপারটা মজার চোখে দেখেননি। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান টুইটারে জানতে চান, ‘অশ্বিন কি সত্যিই ননস্ট্রাইকের ব্যাটসম্যানকে আবারও রানআউট করার চেষ্টা করেছে?’

আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন জোন্স। এর আগে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে অশ্বিনের হাতে বাটলারের ‘মানকাড’ আউট নিয়ে বিশেষজ্ঞের মতও তাঁকে দিতে হয়েছে। আর অশ্বিন তো সেই আউটের পর ভীষণ সমালোচনার শিকার হন। অশ্বিন যে এমন চেষ্টা আবারও করতে পারেন, তা জোন্সের সম্ভবত বিশ্বাস হয়নি। তাই টুইটারে ওই প্রশ্ন। তবে মাঠের লড়াইয়ে পাঞ্জাব কিন্তু জিততে পারেনি। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছিল অশ্বিনের দল। তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে দিল্লি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর