বল হাতে তাসকিনের দাঁতভাঙ্গা জবাব


নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ০২:১৭ পিএম
বল হাতে তাসকিনের দাঁতভাঙ্গা জবাব

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার জবাব বল হাতে দিলেন তাসকিন। ফিটনেসের অজুহাত দিয়ে দলে রাখেনি নির্বাচকরা। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চার উইকেট নিয়েছেন এই স্পিড স্টার।

শুক্রবার (১৯ এপ্রিল) সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন। নিজের প্রথম স্পেলে ৩০ রান খরচায় দুই উইকেট শিকারের পর দ্বিতীয় স্পেলে ফিরে আরও দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করতে নেমে দলীয় রানে ২ রান করা জসিমউদ্দিনের উইকেট হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে ভালোভাবে খেলায় ফেরান সাইফ হাসান ও সৈকত আলি।

দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। এ জুটি যখন ক্রমশ বিপদজনক হয়ে ওঠছিল ঠিক তখনই আক্রমণে আসেন তাসকিন। ইনিংসের ১৭তম ও ব্যক্তিগত প্রথম ওভারে ১০ রান খরচ করেন তিনি।

আগের ওভারে খরচে বোলিং করলেও সাফল্যর মুখ দেখেন নিজের পরের ওভারেই। ১৯তম ওভারের শেষ বলে ৩৭ রান করা সাইফকে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ বানিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন তিনি। উইকেট শিকারের ওভারে ব্যয় করেন ৫ রান।

এরপর ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে আবারও দলকে সাফল্য এনে দেন তিনি। ওভারের দ্বিতীয় বলে এ যাত্রায় ফেরান মার্শাল আইয়ুবকে। ২ রান করে এ ব্যাটসম্যান সাজঘরে ফিরেন ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে। ফলে দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেটের পত ঘটে দোলেশ্বরের।

পরপর দুই ওভারে সাফল্য পাওয়ার পর নিজের আরও দুই ওভার বল করেন তাসকিন। বাকি দুই ওভারে সাফল্য না পেলে প্রথম স্পেলে দুটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। টানা পাঁচ ওভার বল করে ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। যার মধ্যে ছিল ১৭টি ডট বল।

ডানহাতি এ গতিতারকার প্রথম স্পেলের ধাক্কা সামাল দিয়ে যখন ম্যাচে ঘুরে দাঁড়ানোর পথে প্রাইম দোলেশ্বর ঠিক তখন আবারও প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামিয়েছেন তিনি।

ইনিংসের ৩৭তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই অর্ধশতক হাঁকানো সৈকত আলির উইকেট তুলে নেন তিনি। ঐ ওভারে পাঁচ রান খরচার পর নিজের পরবর্তী ওভারে এসে আবারও উইকেটের দেখা পান তিনি। এ যাত্রায় শিকার করেন ২৭ রান করা তাইবুর রহমানের উইকেট।অথচ েএমন বোলারকে মাশরাফিদের সাথে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।

আর তাতে ২০৫ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ শিবির।অন্যদিকে দুর্দান্ত বোলিং করে বিসিবি কর্মকর্তাদের বুঝিয়ে দিলেন তাসকিন আনফিট নয়, ফিট।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর