নাইট শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন ‘বাহুবলী’


নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ১২:১২ পিএম
নাইট শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন ‘বাহুবলী’

উনিশের আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছেন বাদশাহর দল নাইট রাইডার্স। জয় পেয়েছে চারটিতে। নাইটদের এই চার জয়েই দীনেশের কেকেআরের সেরা বাজি ক্যারিবীয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।রাসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনেই খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিপক্ষ বোলিং! বিরাটের আরসিবি’র বিরুদ্ধে ঘরের মাঠ ইডেনে গেমচেঞ্জার সেই রাসেলের সার্ভিস পাচ্ছেন কি কেকেআর? নাইট সমর্থকদের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন!

বুধবার প্রস্তুতিতে নেট বোলারের বল বাঁ কাঁধে আড়ছে এসে পড়েছিল।চোট পেয়ে দ্রুত মাঠ ছাড়েন রাসেল। চোট গুরুতর হলেও হাড় ভাঙেনি বা চিড় ধরেনি।বৃহস্পতিবার পুরো দিনটাই বিশ্রামে থাকেন রাসেল। মাঠে আসেননি, চোট পাওয়া হাতে ব্যাটিংও ঝালাননি। এরপরও কাঁধের ফোলা ভাব থাকায় ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা।আস্তিনের সেরা তাসটা বাইরে রেখে একান্তই নামতে হলে দীনেশের পরিবর্ত ভাবনায় রাসেলের দেওয়ালি ভাই কার্লোস ব্রাথওয়েট।

চলতি আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ব্রাথওয়েট। সেখানে নিজেকে প্রমাণ করতে পারেননি।যদিও পয়া ইডেন আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তার রূপকথার চার ছক্কার ইনিংস সবসময়ই ব্রাথওয়েটের ফেভারে কথা বলে। রাসেল নাকি ব্রাথওয়েট শেষ পর্যন্ত কাকে দলে রেখে নাইটরা ঘুঁটি সাজায় সেই দিয়েই নজর আইপিএল জনতার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর