মালিঙ্গার পরিবর্তে বিশ্বকাপে নতুন ক্যাপ্টেন বেছে নিল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ১০:৫০ এএম
মালিঙ্গার পরিবর্তে বিশ্বকাপে নতুন ক্যাপ্টেন বেছে নিল শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ওয়ানডে সিরিজে ০-৫ ব্যবধানে হারের জেরে শ্রীলঙ্কার ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হল লসিথ মালিঙ্গার কাছ থেকে। তার বদলে করুণারত্নকে ক্যাপ্টেন ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অর্থাৎ আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে থাকবেন আনকোরা এই ক্যাপ্টেন। 

বলে রাখা ভালো যে, ২০১৫ বিশ্বকাপের পর আর একদিনের ম্যাচে মাঠেই নামেননি করুণারত্নে। এখনো পর্যন্ত শ্রীলঙ্কার টি-২০ দলে অভিষেক না হওয়া করুণারত্নে মূলত টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে ঢুকে পড়েন বিশ্বকাপ দলে। এমনটা নয় যে, ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টেও আহামরি কিছু ফর্মে ছিলেন তিনি। গত সাতটি লিস্ট-এ ম্যাচে একটি শতরান ও একটি অর্ধাশতরান ছাড়া বলার মতো রান নেই তার ব্যাটে।

প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমে ১৫.৮৩ গড়ে ১৯০ রান সংগ্রহ করেছেন করুণারত্নে। একটি মাত্র হাফসেঞ্চুরি রয়েছে তার।বিশ্বকাপের জন্য করুণারত্নে ছাড়াও নেতৃত্বের দৌড়ে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরারা৷ মালিঙ্গাকে নেতৃত্বে রেখে দেওয়ার কথাও বিবেচনার রেখেছিলেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকরা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর