গতবারের সেরা পারফর্মার এবার দলের বাইরে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৯:৩৮ এএম
গতবারের সেরা পারফর্মার এবার দলের বাইরে

বাংলাদেশের সর্বশেষ বিশ্বকাপে (ওয়ানডে) তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। অথচ তাকেই রাখা হয়নি ২০১৯ বিশ্বকাপ দলে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তা রীতিমত অবাক করেছে তাসকিন ভক্তদের। 

১৫ সদস্যের দলে তাসকিনের অনুপস্থিতির ব্যাপারটি নিয়ে বিসিবির বক্তব্য, ইনজুরিতে আক্রান্ত টাইগার পেসার। তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে। তার বদলে আবু জায়েদ রাহিকেই যোগ্য হিসাবে বিবেচনায় আনে নির্বাচকরা। বাউন্সি উইকেটে সুইং দাপট দেখানোর জন্য নেওয়া হয়েছে তাকে।

সে আর যাই হোক, মঙ্গলবার দল ঘোষণার পরই সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাসকিন। জানান তার খারাপ লাগার কথা। তবে এও বলেন, নির্বাচকেরা যেটা ভালো মনে করেছেন সেটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

তবে দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই বিসিবির প্রেসিডেন্ট আশ্বাস দিয়ে বলেন, ‘আমি তাসকিনের সাথে আজ সরাসরি ফোনে আলাপ করেছি। তাকে বলেছি দেখো তাসকিন, আমরা যেই দল ঘটন করেছি এটাই চুড়ান্ত দল নয়।বিশ্বকাপের এখনো অনেকটা দেরি আছে। সামনে ত্রিদেশীয় সিরিজ আছে। সুপার লিগের খেলা চলতেছে।এর ভিতরে তুমি পারফর্ম করতে পারলে অবশ্যই দলে ডাক পাবে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর