কুতিনহোকে নিয়ে বার্সার নয়া সিদ্ধান্ত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৩:১০ পিএম
কুতিনহোকে নিয়ে বার্সার নয়া সিদ্ধান্ত

বুধবার দুর্দান্ত ফুটবল-শৈলীতা দেখিয়ে বার্সালোনাকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করিছেন মেসি-কুতিনহো। এরপর থেকে আর্জেন্টাইন তারকার পাশাপাশি ব্রাজিলিয়ান তারকার প্রশংসায় মেতেছেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ।

গুঞ্জন উঠেছিল গ্রীষ্মের দল-বদলে বার্সালোনা ছাড়ছেন কুতিনহো। কিন্তু ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ জয়ের পর এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বার্তেমেউ। জানিয়েছন, ক্লাবের পরিকল্পনায় কুতিনহো ভালোভাবেই আছেন।

এছাড়াও বলেছেন, ‘কুতিনো অসাধারণ একজন খেলোয়াড়। সে দিন দিন উন্নতি করছে। বার্সার হয়ে মাঠে নামাটা সহজ কথা নয়। তবে গত ছয় মাস ধরে সে এখানে খেলছে। তার ওপর কোচের আস্থা আছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার কাছ থেকে আমাদের আরও কিছু পাওয়ার প্রত্যাশা রয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে ১৪৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী এ তারকা। গ্রীষ্মের দলবদলে আবারও ইংলিশ লিগের ক্লাবে তিনি যেতে পারেন বলে গণমাধ্যমের খবর।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর