‘আপনার রাজনৈতিক ইনিংস ক্রিকেটের মতো যেন জঘন্য না হয়’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৯, ০৫:৩০ পিএম
‘আপনার রাজনৈতিক ইনিংস ক্রিকেটের মতো যেন জঘন্য না হয়’

ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির মতো জম্মু-কাশ্মীরের রাজনীতিকদের নির্বাচনে প্রার্থী হওয়া আটকাতে সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি মামলা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে টুইটারে মুফতি লেখেন- আদালতে সময় নষ্ট করছেন কেন? বিজেপি ৩৭০ ধারা বাতিল করে দিক। তার পর তো নিজে থেকেই আমাদের ভোটে দাঁড়ান বন্ধ হয়ে যাবে। কারণ তখন ভারতীয় সংবিধান তো আর জম্মু-কাশ্মীরের ওপর কার্যকর থাকবে না। হে ভারতবাসী না বুঝলে তুমি মুছে যাবে।'

এরপরই সোমবার মেহবুবার এ টুইটবার্তার জবাবে গম্ভীর লেখেন- 'এটা ভারত। আপনার মতো কোনো দাগ নয়, যা মুছে যাবে।' ঘণ্টা দশেক পর এই লেখার জবাবে মুফতি লেখেন- আশা করি আপনার রাজনৈতিক ইনিংস আপনার ক্রিকেট ক্যারিয়ারের মতো জঘন্য হবে না।

গম্ভীরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, 'বেশিরভাগ মানুষই রাতে ঘুমান। কাশ্মীর নিয়ে আপনার জ্ঞান যা তাতে আপনারও সেটিই করা উচিত ছিল।'

এর পরই টুইটারে গম্ভীরকে ব্লক করে দেন মেহবুবা। সে কথা টুইটারে লেখেনও তিনি। জবাবে মেহবুবাকে 'ক্যালাস' মহিলা বলে কটাক্ষ করেন এ ক্রিকেটার।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর