টাকার জন্য পগবাকে কিনতে পারেনি বার্সা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৯, ০২:৪৮ পিএম
টাকার জন্য পগবাকে কিনতে পারেনি বার্সা

২০১৬ সালের আগস্টে দলবদলের রেকর্ড ভেঙে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পল পগবা। সে সময় ইউনাইটেড-রিয়ালের পাশাপাশি পগবাকে কিনতে লাইনে দাঁড়িয়েছিল বার্সেলোনাও। কিন্তু ন্যু ক্যাম্পের মালিকরা ফ্রান্স মিডফিল্ডারকে ভিড়াতে পারেনি অর্থের অভাবে।

২০১৬ ইউরো ফাইনালে ফ্রান্সের হয়ে পর্তুগালের কাছে হেরেছিলেন পগবা। সেই টুর্নামেন্টে তার খেলা ছিল চোখে লেগে থাকার মতো। যে কারণে রাতারাতি দাম বেড়ে যায় পগবার। ইউনাইটেডকে ঢেলে সাজাতে পগবাকে আবারও ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে জন্য বড় অঙ্কের টাকা খরচ করতেও সমস্যা ছিল না তাদের।

বার্সেলোনার সভাপতি বার্তামেউয়ের মতে, এ কারণেই পিছু হটতে হয় বার্সাকে, ‘২০১৫ সালে আমাদের জুভেন্টাসের সঙ্গে কথা হয়েছিল, যদি তারা পগবাকে বিক্রির চিন্তাভাবনা করে তবে আমাদের জানাতে। সে সময় আমাদের একজন মিডফিল্ডার প্রয়োজন ছিল।’

ইউনাইটেড আর রিয়ালের টানাটানিতে রাতারাতি পগবার দাম ১০০ মিলিয়ন ছাড়ায়। তখন বার্সাকে জানিয়েও লাভ ছিল না, ‘তারা যখন আমাদের জানায় যে ইউনাইটেড পগবাকে চাচ্ছে, তখন তাঁর দাম বেড়ে গেছে অনেকটা। সে দাম আমরা পরিশোধ করতে পারতাম না। পগবা অবশ্যই বর্তমান ফুটবল বিশ্বের অনেক বড় একটি নাম। তবে সে সময় এত অর্থ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।’

যত কিছুই হোক না কেন, পগবা এখন বার্সেলোনার কাছে অন্য এক নাম। ইউনাইটেড ঘুরে তাঁর সঙ্গে এখন রিয়াল মাদ্রিদের যোগসাজশ। জিদানের ইচ্ছে তাকে দলে ভেড়ানোর। কে জানে কিছুদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জার্সিতেই দেখা যেতে পারে পগবাকে!

গোনিউজ২৪/এটি
 

খেলা বিভাগের আরো খবর