বিশ্ব সিরিজে সোনা জিতলেন তুরস্কের প্রতিবন্ধী সাঁতারু


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০২:৫৫ পিএম
বিশ্ব সিরিজে সোনা জিতলেন তুরস্কের প্রতিবন্ধী সাঁতারু

প্রতিভা যাদের থাকে তাদের থামানোর সাধ্য কার? হাত নেই।কিন্তু কোনো কিছুই দমাতে পারল না তাকে। অদম্য ইচ্ছাশক্তির জোরে শারীরিক প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে চলেছেন।দুই হাতবিহীন সুমাইয়া বোয়াচ্চি। একের পর এক সাফল্যের সাথে সামনে এগুচ্ছেন এরদোয়ানের দেশ তুরস্কের এই প্রতিবন্ধী নারী। 

সুমাইয়া একদিন স্বপ্ন দেখতেন বিশ্বজয়ের। একে একে তা করছেন তুরস্কের এ প্রতিবন্ধী নারী সাঁতারু। আগেই ঝুলিতে জমা করেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এবার সাফল্যের মুকুটে যোগ করলেন আরেকটি পালক। সোমবার (৯ মার্চ) প্যারা সুইমিং বিশ্ব সিরিজে স্বর্ণপদক জিতেছেন তিনি।

বোয়াচ্চি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছেন। গন্তব্যে পৌঁছতে তিনি সময় নেন ৪৫.২৮ সেকেন্ড। শারীরিক প্রতিবন্ধীদের তুর্কি ক্রীড়া ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এ প্রতিযোগিতা হয়েছে। সেখানে ১৯ দেশের ১৬০ অ্যাথলেট অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন তারা। সাঁতার বিভাগে সবাইকে পেছনে ফেলে সোনা বাগে আনেন সুমাইয়া।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর