কোন ওয়ানডে না খেলেই নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০১৯, ০৪:৫৯ পিএম
কোন ওয়ানডে না খেলেই নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে

বুধবার সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউই দলে সবচেয়ে বড় চমক টম ব্লান্ডেল। মজার ব্যাপার হলো ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি। মূলত তার কপাল খুলেছে টিম শেইফার্টের ইনজুরিতে। বিকল্প উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। 

২০১৯ বিশ্বকাপে বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধেই দায়িত্ব থাকবে। এছাড়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন কলিন মানরো। টপ অর্ডারে থাকছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।

উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথামের ব্যাকআপ হিসেবে থাকবেন তরুণ টম ব্লান্ডেল। অপরদিকে টড অ্যাস্টলকে টপকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইস সোধি। যেখানে মূল স্পিনার হিসেবে থাকবেন মিচেল স্যান্টনার।

টম।

অভিজ্ঞ দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির থাকবেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন কলিন ডি গ্রান্ডহোম ও জিমি নিশাম। ইংল্যান্ডের কন্ডিশনে দারুণ খেলার সম্ভাবনা রয়েছে বোল্ট-সাউদিদের।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর