গেইল ঝড়ে বড় পুঁজি পাঞ্জাবের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ১০:১৭ পিএম
গেইল ঝড়ে বড় পুঁজি পাঞ্জাবের

ওপেনিংয়ে ক্রিস গেইল ও লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই রান ওঠার কথা ঝড়ের বেগে। কিন্তু তা তো হয়নি বরং ৪ রানেই ফিরেছেন লোকেশ রাহুল। আর তাতেই ঝিমিয়ে পড়েন ক্রিস গেইলও। ইনিংসের ১১ ওভার পর্যন্ত তার ব্যাট চলেছে রয়ে সয়ে। তবে ১২তম ওভারে এসে বুঝতে পারেন ‘না এবার কিছু একটা করতে হবে।’ সে মোতাবেকই কাজ করলেন। আর তোপের মুখে পেয়ে বসেন জয়দেব উনাদকাটকে।

ভারতীয় পেসারকে টানা তিন বাউন্ডারি ও এক ছক্কা হাঁকিয়ে গেইল পূর্ণ করেন নিজের ব্যাক্তিগত অর্ধশতক। সে সঙ্গে নিজেও ঝলতে শুরু করেন। তবে তার যাত্রা ৭৯ রানের ঘরে গিয়ে। তবে তিনি ফিরে যাওয়ার পর খানও ব্যাট চালাতে থাকেন।  তিনি থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। আর ব্যক্তিগত রান যোগ হয় ৪৬ রান। 

গেইলের ৭৯ এবং খানের ৪৬ রানের ওপর ভিত্তি করে ১৮৪ রানের স্কোর গড়তে সক্ষম হয় কিংস ইলেভেন পাঞ্জাব। অর্থাৎ জয়ের জন্য ১৮৫ রান করতে হচ্ছে রাজস্থান রয়্যালসকে।  

এদিকে রাজস্থানের হয়ে বেন স্টোকস দুটি এবং কুলকারাননি-গৌতম একটি করে উইকেট অর্জন করে। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর