বিশ্বকাপে কোহলির স্বপ্নের ফেরিওয়ালাকে নিয়ে আহাজারি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৬:৫৯ পিএম
বিশ্বকাপে কোহলির স্বপ্নের ফেরিওয়ালাকে নিয়ে আহাজারি

ওয়াংখেড়েতে দিল্লির ইনিংস তখন সবে শেষ! স্কোরবোর্ডে দিল্লি ক্যাপিটালসের নামের পাশে জ্বলজ্বল করছে ২১৩ রান৷ হতাশার গ্রাসে ওয়াংখেড়ের গ্যালারি!

এই হতাশার কারণ অবশ্য রানের পাহাড় নয়। কারণ জসপ্রীত বুমরাহ।

দিল্লির ইনিংস শেষে তখন বাঁ-কাঁধে হাত রেখে মাটিতে লুটিয়ে দেশের এক নম্বর পেসার ও বিশ্বকাপে কোহলির সম্ভাব্য ফেরিওয়ালা।

পন্তদের ইনিংসের শেষ বলে এক রান বাঁচাতে গিয়ে বিপজ্জনকভাবে পড়ে গিয়ে বাঁ-কাঁধে চোট পান জসপ্রীত৷ এরপর ক্রিজের পাশেই শুয়ে যন্ত্রণায় ছটফটানি। জায়েন্ট স্ক্রিনে সে ছবি ফুঁটে উঠতেই হতাশায় মুখ ঢাকে মুম্বাই গ্যালরির হাজার হাজার ক্রিকেট ফ্যান৷ টিভির পর্দায় চোখ রাখা লাখো ক্রিকেটভক্তের মনে তখন একটাই সংশয়, আইপিএল খেলতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্নটা কুরবান করে ফেললেন না তো বুমরাহ!

এখনই অবশ্য বুমরাহকে নিয়ে অলীক দুঃস্বপ্ন দেখার সময় আসেনি। ফিল্ডিং করতে গিয়ে বুমরাহের কাঁধের চোট গুরতর নয় বলে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট৷ সোমবার মেডিক্যাল রিপোর্ট পেলে অবশ্য বুমরাহের চোট নিয়ে পরিষ্কার চিত্রটা জানা যাবে। তাই ভয়টা এখনো রয়ে গেছে সবার মাঝে।

প্রসঙ্গত, রোববার দিল্লির বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচায় এক উইকেট তুলে নেন বুমরাহ৷

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর