মহুর্তেই ঘটে গেল আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১১:৪৭ পিএম
মহুর্তেই ঘটে গেল আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন

পুরনো রোগ সারার লক্ষণ নেই ইডেনের৷ খোলনলচে বদলে মাঠ ও স্টেডিয়াম আধুনিক হয়েছে৷ বদলেছে পুরনো ফ্লাডলাইডের বাল্বও৷ তবু ম্যাচ চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা আবার ফিরল ক্রিকেটের নন্দন কাননে৷

ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল ম্যাচ চলাকালীন সাময়িকভাবে নিভে যায় হাইকোর্ট প্রান্তের বাতিস্তম্ভের কিছু বাল্ব৷ অতীত থেকে শিক্ষা নিয়ে সংস্কার করা হয়েছিল ফ্লাডলাইট৷ সিইএসসি’র বিদ্যুতের উপর নির্ভর না করে প্রতিটি টাওয়ারের জন্য আলাদা জেনারেটরের ব্যবস্থাও করেছে সিএবি৷ তবু অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না।

সংস্কারের পর এটা নিশ্চিত করা গিয়েছে যে, এক সঙ্গে কোনও টাওয়ারের সব আলো নিভে যাবে না৷ যায়ও নি৷ তবে কিছু বাল্ব আলো ছড়ানো বন্ধ করলেই অবধারিতভাবে খেলা বন্ধ করতে হবে৷ রবিবাসরীয় ইডেন ঠিক সেই ঘটনারই সাক্ষী থাকল৷ সানরাইজার্স ইনিংস নির্বিঘ্নে অতক্রান্ত হলেও কেকেআর ইনিংসের ১৬তম ওভারে হঠাৎ আলো কমে যাওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ থাকে৷

সানরাইজার্সের ৩ উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে কেকেআর তখন ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছিল৷ ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা বেজে ১৮ মিনিট৷ বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ হওয়ায় কেকেআর স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে নেয়৷ তবে আড়াই মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হওয় নিয়৷ সমস্যা মিটতে সময় লাগে ১২ মিনিট৷ ৭টা ৩০ মিনিট নাগাদ পুনরায় খেলা শুরু হয়৷

এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে ম্যাচ চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটে ২৩ মিনিট খেলা বন্ধ ছিল৷ পরে ২০১৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের সময় নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের সুপার টেনের ম্যাচ চলাকালীন আলো নিভে যাওয়ায় ১৫ মিনিটের জন্য বিঘ্নিত হয় খেলা৷উভয় ক্ষেত্রেই হাইকোর্ট প্রান্তের ইলেকট্রনিক স্কোরবোর্ডসংলগ্ন জায়ান্ট স্ক্রিণের পিছনের টাওয়ারের আলো নিভে যায়৷ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।-আনন্দবাজার
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর