আইপিএলে টানা ৪ বার সেরা হয়েও দলে পাননি, ক্ষব্ধ ভারতীয় তারকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১০:৪৪ পিএম
আইপিএলে টানা ৪ বার সেরা হয়েও দলে পাননি, ক্ষব্ধ ভারতীয় তারকা

২০১৯-এর আইপিএলে ঠাঁই হয়নি বাংলার রঞ্জি দলের অধিনায়ক মনোজ তিওয়ারির। নিলাম চলাকালীন কোনও দলই তাকে কেনার জন্য তেমন আগ্রহ প্রকাশ করেনি। ফলে নিলামের শেষেও অবিক্রিত রয়ে গিয়েছেন তিনি। সেই নিয়েই আইপিএল শুরুর লগ্নে মুখ খুললেন মনোজ। নিজে অবিক্রিত থাকা নিয়ে অভিযোগ না করলেও তিনি জানালেন, আইপিএলের নিলাম প্রক্রিয়া কীভাবে হয়, তা তিনি বুঝতে পারেন না। 

২০১৯ আইপিএলে খেলার সুযোগ না পাওয়ায় যদিও ভেঙে পড়েননি মনোজ। সুযোগ না পাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘পেশাদারি দুনিয়ায় এ রকম ঘটনা ঘটেই থাকে। এক জন ক্রিকেটার হিসাবে আমার সামনে তাকানো উচিত। আরও পরিশ্রম করে পরের সুযোগের জন্য নিজেকে তৈরি রাখা উচিত।’

তার প্রশ্ন আইপিএলের নিলাম নিয়ে। তিনি বলেছেন, ‘আইপিএলের নিলাম কী পদ্ধতিতে হয় সেটাই আমি এখনও বুঝতে পারিনি।’ সেই হতাশা থেকে বাংলার এই ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে বছরের পর বছর ধরে আমি নিয়মিত পারফর্ম করছি। আইপিএলে আমি চারবারের মোস্ট স্টাইলিশ প্লেয়ারের খেতাবও পেয়েছি। তবুও আইপিএলের কোনও দলে জায়গা হল না আমার।’

প্রতিবারের মতো এ বারের আইপিএলেও সুযোগ পেয়েছেন অনেক অনামী ক্রিকেটার। সেই নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন বাংলা অধিনায়ক। তিনি বলেছেন, ‘নতুন খেলোয়া়ড়রা রঞ্জিতে পারফর্ম করে তার পর দলে সুযোগ পায়। কিন্তু আইপিএলের সৌজন্যে প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেও দলে সুযোগ পেয়ে যাচ্ছেন উঠতি ক্রিকেটারা।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর