পান্থের তাণ্ডবে দিল্লির ডাবল সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১০:২৭ পিএম
পান্থের তাণ্ডবে দিল্লির ডাবল সেঞ্চুরি

ইডেন গার্ডেনে দিনের প্রথম ম্যাচ শেষ হওয়ার আগেই মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়ে যায় স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স এবং এবারের আইপিএলে পুরনো ফ্রাঞ্চাইজি নতুন নামে আসা দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।উদ্বোধনী ম্যাচ হতাশ করলেও আজকের ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটে ছকছক করছে।অর্থাৎ রান পেয়েছেন ব্যাটাররা।বিকালে শেষ হওয়া দিনের প্রথম ম্যাচে দুই দলেই রান পেয়েছেন।দ্বিতীয় ম্যাচেও আপাতত প্রথম ইনিংসে রান উঠেছে।যা চলতি আইপিএলে সর্বোচ্চ।সৌজন্যে দিল্লির তরুণ ঋষভ পান্থ।তার ২৭ বলে ৭৮ রানের সুবাধে দিল্লির সংগ্রহ ২১৩ রান।

টস জিতে আপাতত বলা যায় ভুল সিদ্ধান্তই নিয়েছেন রোহিত শর্মা।নিজে ব্যাটিং না করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের দাওয়াত দিয়েছেন।তারা সাড়া দিয়েছেন।মুম্বাই বোলারদের বোলারদের দম বন্ধ করে দিয়েছেন। 

পৃথ্বী শা-কে নিয়ে ইনিংসের গোড়াপত্ন করেন নয়া ধাওয়ান।পৃথ্বী হতাশ করলেও রানে ফেরার আবাস দিয়েছেন ভারতের ওপেনার ধাওয়ান।এদিন ৪৩ রান করেছেন।দলনেতা শ্রেয়াস আয়ার ১৬ আর ইনগ্রাম ৪৭ রানে কাটা পড়ার পর চলে পান্থের তাণ্ডব।শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।২৭ বলে খেলেন ৭৮ রানের ইনিংস।তার ইনিংসটি সাজানো ছিলো ৭ চার ও ৭ ছক্কার সাহায্যে।ফলে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ২১৩।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর