হায়দরাবাদের এক তরুণের আতঙ্কে ঘুম হারাম কেকেআরের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ০১:৩৯ পিএম
হায়দরাবাদের এক তরুণের আতঙ্কে ঘুম হারাম কেকেআরের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার ইডেনে বিশ্বসেরা লেগস্পিনার রশিদ খানের (৩-১৯) ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের। তাই এবার শুরু থেকেই  আফগান স্পিনারকে নিয়ে একটু বেশিই সতর্ক কেকেআর শিবির। 

শনিবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কার্তিক বলেন, ‘রশিদকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে নাইট শিবিরে। রশিদ বিশেষ স্পিনার। টি-টোয়েন্টিতে তো অবশ্যই। ওকে নিয়ে আমরা ভেবেছি। সেভাবেই পরিকল্পনা তৈরি হয়েছে। আর রশিদ ছাড়াও সানরাইজার্সের বোলিং বিভাগ খুব শক্তিশালী। সবাইকে নিয়েই আমাদের ভাবতে হচ্ছে।’

সেই সঙ্গেই কার্তিকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বিপক্ষের ওপেনিং জুটি। ইডেনেই আইপিএল প্রত্যাবর্তন হতে চলেছে ডেভিড ওয়ার্নারের। তার সঙ্গে থাকতে জনি বেয়ারস্টো।এই বিধ্বংসী ওপেনিং জুটিকে দ্রুত না ফেরাতে পারলে কতটা বিপদ ঘটতে পারে তা ক্রিকেটবোদ্ধারা ভালোভাবেই জানেন। সেই আতংকও রয়েছে কেকেআর শিবির।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর