আইপিএল ইতিহাসে তিনিই সর্বসেরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১০:১৯ এএম
আইপিএল ইতিহাসে তিনিই সর্বসেরা

বহুদিন ধরে জাতীয় দলের বাইরে তিনি। সম্প্রতি বাদ পড়েছেন ভারত ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে। তাই বলা যেতে পারে, বয়সের আধিক্যে সুরেশ রায়নার আন্তর্জাতিক ক্যারিয়ারও নিম্নগামী।  

জীবনের এমন উত্থান-পতনের মাঝেও নিজেকে ঠিকই ফিট রেখে চালিয়ে যাচ্ছেন আইপিএল। ইতোমধ্যে আসরের দ্বাদশতম পর্বে এসে নতুন মাইলফলকে পৌঁছেছেন তিনি। এই মুহুর্তে ভারতীয় আসরটির সর্বোচ্চ রানের মালিক সুরেশ রায়না। 

গতকাল দ্বাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১৯ রানের ইনিংস খেলেন রায়না। কোহলিদের ৭০ রানের বিপরীতে এই রান দলের জয়ে রেখেছে দারুণ ভূমিকা। 

চেন্নাইয়ে ব্যাঙ্গালুরের বিপক্ষে নামার আগে আইপিএলে ৫ হাজার রান করতে রায়নার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। তবে তিনি খেলেন ১৯ রানের কার্যকরী ইনিংস। এ তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন বিরাট কোহালি। ১৬৪টি ম্যাচ খেলে ৪,৯৫৪ রান করেছেন বিরাট।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর