আর্জেন্টিনার পর ব্রাজিলের হোঁচট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ০৯:০০ এএম
আর্জেন্টিনার পর ব্রাজিলের হোঁচট

শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরে লজ্জায় পড়তে হয়েছিল দুইবারের বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনাকে। তবে এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও পড়তে হয়েছে লজ্জার রোষানলে। টানা ছয় ম্যাচ জিতে গত বছর শেষ করা সেলসাওরা এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। 

শনিবারের ম্যাচটিতে শুরু থেকেই বল দখলে ছিল পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। প্রতিপক্ষের জালে বার বার আক্রমনের পরও কাঙ্খিত গোল আসে ৩২তম মিনিটে। ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের পাকুয়েতা। এই ১০ নম্বর জার্সিধারী নেইমারের অনুপস্থিতিতে দলে সুযোগ পান। আর তাতেই দেখান জাদু।

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, গোল প্রতিশোধ করতে মাত্র চার মিনিট সময় নেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি-কিকে বল ডি-বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার উপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিট এবং ৭১ মিনিটে জোড়া সুযোগ পেয়েও হাতছাড়া করে ব্রাজিল। আর বাড়তি সময়েও পার্থক্য গড়ে দিতে পারেনি কেউই।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর