‘ব্যাগ ভর্তি ‘বুদ্ধি’ নিয়ে হায়দরাবাদে সাকিব’!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৪:২০ পিএম
‘ব্যাগ ভর্তি ‘বুদ্ধি’ নিয়ে হায়দরাবাদে সাকিব’!

শনিবার (২৩ মার্চ) থেকে শুরু বিশ্বের সবচেয়ে দামী টুর্নামেন্টের আসর। চিপকে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) উদ্বোধনী আসর। তার পরের দিনই নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।সে লক্ষ্যে শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ ছেড়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইপিএলের দ্বাদশ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে মাঠ নামতে মুখিয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের গত আসরে হায়দরাবাদকে রানারআপ করতে দারুণ অবদান রেখেছিলেন সাকিব।

গত আসরে কিং খানের কলকাতায় ছেড়ে দেওয়ায় হায়দরাবাদ শিবিরে খেলেছিলেন সাকিব।ফ্রাইঞ্চাইজিকে আস্থার প্রতিদান দিয়েছেন ব্যাটে-বলে।ব্যাট হাতে ২৩৯ রান এবং বল হাতে ১৪ উইকেট শিকার করেছেন সাকিব।

সংগত কারনেই সাকিবের প্রতি হায়দরাবাদের চাহিদা তুলনামূলক বেশি।তাই তো টুর্নামেন্ট শুরুর আগেরদিনই বিশ্বসেরা অলরাউন্ডাকে প্রশংসায় ভাসিয়ে টুইট করেছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। 

আজ দুপুরে সাকিবকে স্বাগত জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হায়দরাবাদ কর্তৃপক্ষ লিখেছে, ‘অভিজ্ঞতায় ভরপুর এবং একজন অলরাউন্ড পারফর্মার। সাকিব আল হাসান ফিরেছেন। সে শুধু ফিরছেই না, ব্যাগ ভর্তি বুদ্ধি নিয়েই ফিরছে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর