বড় ধরনের শাস্তিই পেলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ১১:০৬ এএম
বড় ধরনের শাস্তিই পেলেন রোনালদো

শাস্তি পাবেন বিষয়টা আগে থেকেই অনুমেয় ছিল।শুধু অপেক্ষায় থাকতে হয়েছে কি ধরনের শাস্তি পাবেন জুভেন্টাসের প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।ধারণা করা হয়েছিলো উইয়েফা লিগের সেমিফাইনালে খেলতে পারবেন না তুরিনের ওল্ডলেডিদের গোল মেশিন।না অতো বড় শাস্তির মুখে পড়েন সিআর সেভেন।শাস্তিও হিসেবে ২০ হাজার ইউরো জরিমানা দিতে হবে তাকে।

উল্লেখ্যে, ১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে অশালীন ভঙ্গি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ঘটনার শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। জুভেন্টাসের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলের পর নিজেদের দর্শকের দিকেই অশালীন ইঙ্গিত করে নিজেদের শৌর্যবীর্যের কথা জানিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। এ জন্য পরে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি। পরের লেগে হ্যাটট্রিক করে দল জিতিয়ে জবাব দিয়েছেন রোনালদো। সে সঙ্গে সেই একই ভঙ্গিতে উদ্‌যাপনও করেছেন। দুজনের শাস্তিও একই হয়েছে, ২০ হাজার ইউরো জরিমানা দিতে হচ্ছে তাঁদের।

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলা নীতির ধারা ১১(২) (বি) ও ১১(২) (ডি) ভাঙার অভিযোগ করা হয়েছিল। আর্টিকেল ১১তে ফুটবল মাঠে আচরণবিধি আলোচনা করা হয়েছে। সেখানে উপধারা ২(বি) তে অন্যকে অপমান করা হয় এমন আচরণ ও শালীনতার নীতি ভাঙে এমন আচরণের কথা আলোচনা করা হয়েছে। উপধারা ২(ডি) তে বলা হয়েছে, খেলা হিসেবে ফুটবল ও উয়েফাকে নিন্দিত করে এমন আচরণের শাস্তির কথা। এদিক থেকে রোনালদোর বিরুদ্ধে ‘আগ্রাসী আচরণ যা ভদ্র আচরণের নীতিকে ভঙ্গ করা’ ও ‘ফুটবল ও উয়েফার মর্যাদাহানি’র অভিযোগ তোলা হয়েছিল।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর