আইপিএলে পাওয়া অর্থ কাশ্মীরে ক্ষতিগ্রস্তদের দিবেন ধোনিরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০১৯, ০৫:০৪ পিএম
আইপিএলে পাওয়া অর্থ কাশ্মীরে ক্ষতিগ্রস্তদের দিবেন ধোনিরা

আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। সে সঙ্গে একে অপরের প্রতিপক্ষ হবেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তাই ম্যাচটি ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আর এই আগ্রহটাই কাজে লাগাতে চাচ্ছেন ধোনিরা। ম্যাচটিতে থেকে পাওয়া ম্যাচ ফির পুরো অংশ কাশ্মীরে হামলায় নিহত সেনাসদস্যদের পরিবারকে দিয়ে দেবেন চেন্নাইয়ের সব খেলোয়াড়।

বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনক রাকেশ সিং। এক বিশেষ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘আমাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল। উনিই প্রথম ম্যাচ থেকে পাওয়া অর্থের চেক তুলে দেবেন কাশ্মীর হামলায় নিহত সেনাদের পরিবারের হাতে।’

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় সিআরপিএফ সেনাসদস্যদের এক গাড়িবহরে জঙ্গি হামলা হয়। যাতে প্রাণ হারান ৪০ জন। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর