জাতীয় দলে যোগ দিলেন সিআর সেভেন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০১৯, ১২:৪৭ পিএম
জাতীয় দলে যোগ দিলেন সিআর সেভেন

গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে ভক্তদের আরো কাছে পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম লেগে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগ জিতিয়ে একাই জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইতোমধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন সিআর সেভেন। দিনকয়েক আগে ইউরো কোয়ালিফায়ারের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। হিসাব মতে, দীর্ঘ ন’মাস পর জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন ক্রিস্টিয়ানো।

ইউরো কোয়ালিফায়ারে ঘরের মাঠে আগামী ২৩ মার্চ ইউক্রেন এবং ২৬ মার্চ সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ওই দুটি ম্যাচের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোয়াডে কামব্যাক করলেন সিআরসেভেন। কোয়ালিফায়ারের দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে লিসবনে। রোনালদোর কামব্যাক প্রসঙ্গে জাতীয় দল এবং ক্লাব ফুটবলে তার সতীর্থ জোয়াও ক্যানসেলো জানান, ‘রোনালদো উপস্থিতি দলের কোয়ালিটি আরও মজবুত করতে সাহায্য করবে। ওর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা একটা দারুণ ব্যাপার। সে আমাদের দলের সম্পদ।

উল্লেখ্য, ঊরুগুয়ের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। জাতীয় দলের জার্সি গায়ে সেই শেষ মাঠে নামা। কিন্তু ন’মাস হয়ে গেল পর্তুগালের জার্সি গায়ে রোনালদোকে মাঠে দেখেননি তার অনুরাগীরা। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের জার্সিতে ইউরো কোয়ালিফায়ারে শিগগিরই রোনালদো দেখতে মুখিয়ে তার অনুরাগীরা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর