দুর্দান্ত মেসিতে উড়ন্ত বার্সা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ০৮:৪৯ এএম
দুর্দান্ত মেসিতে উড়ন্ত বার্সা

বুধবার ফরাসি ক্লাব লিওঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। যাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা। এর মধ্যে ২৭টিই জয়, বাকি ৩ ম্যাচ ড্র।

নিজেদের মাঠের ম্যাচটিতে প্রথমার্ধে পাত্তাই পায়নি লিওঁ। অতিথিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলে বার্সেলোনা। যার ফলস্বরুপ ১৬তম মিনিটে পেনাল্টি আদায় করেন সুয়ারেজ। বার্সেলোনার উরুগুইয়ান এই তারকাকে ডি বক্সে ফাউল করে বসেন লিওঁর খেলোয়াড়। পরের মিনিটে গোলরক্ষক বরাবর সোজাসুজি নেওয়া স্পটকিকে বল জালে জড়ান মেসি। ১-০তে এগিয়ে থাকা স্বাগতিকেরা বল দখল আর আক্রমণেও বেশ এগিয়ে থাকে। প্রথমার্ধেই অতিথিদের রক্ষণে ফের হানা দেন সুয়ারেজ। ৩১তম মিনিটে তার দুর্দান্ত পাস থেকে টোকা দিয়ে গোল করেন কুতিনহো।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে লিওঁ। ৫৮তম মিনিটে লুকাস টুসার্টের গোলে ব্যবধানও কমায় অতিথিরা। কিন্তু ৭৮তম মিনিটে মেসির গোলে ব্যবধান বাড়ায় বার্সা। বুসকেটসের বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে জালে জড়ান পাঁচবারের বর্ষসেরা এই তারকা। ৮১তম মিনিটে আবারও মেসিজাদু। এবার গোল না করে করিয়েছেন। মাঝমাঠ থেকে বল টেনে এনে ডি বক্সে বল বাড়ান পিকের দিকে। বল ঠিকানায় পৌঁছাতে ভুল করেননি পিকে। মিনিট পাঁচেক পর ফের মেসি! এবার গোল করিয়েছেন কুতিনহোর বদলি হিসেবে নামা ডেম্বেলেকে দিয়ে।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর