৮ রানে ৬ উইকেট তোলা সেই স্পিনারকে আইসিসির অভিনন্দন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ০৮:১৩ পিএম
৮ রানে ৬ উইকেট তোলা সেই স্পিনারকে আইসিসির অভিনন্দন

মাত্র ৮ রানে ৬ উইকেট তুলে ২০১২ বিশ্বকাপে ক্রিকেট দুনিয়াকে মাত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার অফ স্পিনার অজন্তা মেন্ডিস। ৩৪ বছর বয়সী এই বোলারের আজ জন্মদিন। তাই শুভেচ্ছা জানাতে ভুলেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০১২ সালে টি-টায়েন্টি বিশ্বকাপে হাম্বানটোটায় গ্রুপপর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। যা তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৩৭ রান করে জিম্বাবুয়ে। এরপর অজন্তা মেন্ডিসের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ১৭.৩ ওভারে শেষ পর্যন্ত ১০০ রানে অলআউট জিম্বাবুয়ে। ৮২ রানে জয় পায় শ্রীলঙ্কা।

ম্যাচটিতে ৪ ওভারে দুই মেইডেনসহ ৮ রান খরচায় ৬ ব্যাটসম্যান ভুষি সিবান্দা, ব্রান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, প্রসপার উতসেয়া ও কাইল জারিভসের উইকেট তুলে নেন মেন্ডিস। রেকর্ড গড়া সেই ম্যাচে ছয় উইকেট শিকারের ভিডিও আপলোড করে জন্মদিনে মেন্ডিসকে শুভ জন্মদিন জানিয়েছে আইসিসি।

উল্লেখ্য, অজন্তা মেন্ডিসের সেই রেকর্ড আজও অক্ষত বিশ্বক্রিকেটে। টি-টোয়েন্টিতে ৮ রানে ৬ উইকেট শিকার করা লংকান এই স্পিনার, ১৬ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেট শিকার করে আরও একটি রেকর্ড গড়েছেন।

৮ রানে ৬ উইকেট শিকারের সেই ভিডিও দেখতে নিচে ক্লিক করুন-

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর