সরফরাজের ডাকে সাড়া দিবেন কোহলিরা?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০২:২৩ পিএম
সরফরাজের ডাকে সাড়া দিবেন কোহলিরা?

২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই কী দল নামাবে ভারত? কঠিন প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটমহল।তবে সময় যত গড়াচ্ছে তাতে আশা করা যায় প্রথমে ভারত না বললেও এখন তাদের অবস্থান অনেকটা নমনীয়।কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের পর শচীনও বললেন একই কথা।দুজনই জানালেন বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়ে জবাব দিতে হবে ভারতীয় দলকে।ভারতীয় ক্রিকেটারদে পক্ষ থেকে হুমকি দিলেও পাকিস্তানের ক্রিকেটাররা বিষয়টা এড়িয়ে গেছেন।কারণ পাকিস্তানি ক্রিকেটাররা মনে করেন রাজনীতির মাঠের সাথে খেলার মাঠ যেন না জড়ায়।এমনটা আশা করেন প্রতিবেশী দেশ ভারতের কাছেও।

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ প্রসঙ্গে প্রতিবেশি দেশের ক্রিকেট দলনেতা সরফরাজ আহমেদের গলায় শান্তির সুর।ভারতের ম্যাচ বয়কটের দাবি কানে গিয়েছে সরফরাজের। এরপরই পাক কাপ্তান জানান, ‘বিশ্বকাপের সূচি অনুয়ায়ী নির্দিষ্ট দিনেই ভারত-পাক ম্যাচ হওয়া উচিত। কূটনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটমাঠে পড়া একেবারেই কাম্য নয়।কোটি কোটি ক্রিকেটভক্তের কথা মাথায় রেখেই দু’দেশের এই ম্যাচ খেলা উচিত।’

সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাক অধিনায়ক আরও বলেন, ‘পুলওয়ামা কাণ্ডের পর দু’দেশের মধ্যের ক্রিকেটকে টার্গেট করা হয়েছে দেখে দুঃখিত। ‘সীমান্তের সম্পর্কের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক গুলিয়ে ফেলে না পাকিস্তান। প্রতিবেশি দেশের থেকেও এই আচরণ আশা রাখব।’ 

প্রসঙ্গত, কাশ্মীরে ভারতীয় জওয়ানদের উপর হালার ঘটনার পর কড়া জবাব দিতে ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন ভারতের অনেক ক্রিকেটার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর