চুক্তি নবায়ন করলেন লুকা মদরিচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ১১:১৪ এএম
চুক্তি নবায়ন করলেন লুকা মদরিচ

রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্রোয়েশিয়ার মধ্যমাঠের প্রহরী লুকা মদরিচ। সঙ্গত কারনেই চোখে পড়ে তাবড় তাবড় ক্লাবগুলোর। এরমধ্যে ইন্টার মিলান তার প্রতি খুবই আগ্রহ দেখায়। দলবদলের গ্রীষ্মকালীন মৌসুমে কথাও এগোয় বহুদূর। কিন্তু দলের গোল মেশিন রোনালদো চলে যাওয়ার পর মদরিচকে কোনমতেই ছাড়েনি রিয়াল মাদ্রিদ। এরপর জানুয়ারির দলবদলের মৌসুমেও কথা ওঠে। তবে আগের মতো জোরালোভাবে নয়। ইন্টার মিলান অবশ্য ওৎ পেতে ছিল। তবে রিয়াল মাদ্রিদ আপতত সেই সুযোগ শেষ করে দিয়েছে।

দলের প্রাণভোমরা সিআরসেভেন জুভেন্টাসে যোগ দেয়ার পর নতুন কোন ফুটবলার এখনও পর্যন্ত দলে ভেড়াতে পারেনি রিয়ালে।অন্যদিকে, দলের এক মাত্র ভরসা মদরিচকে নিয়ে বিভিন্ন দলের টানা হেচড়া আঁচ করতে পেরেছে রিয়াল কর্তারা। তাই মদরিচের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে রিয়াল। অর্থাৎ ব্যালন ডি অর জেতা এই তারকা ৩৬ বছর বয়স পর্যন্ত রিয়ালে থাকবেন। 

মদরিচ ২০১২ সালে হোসে মরিনহোর সময়ে রিয়াল মাদ্রিদে আসেন। রিয়ালের হয়ে অনেক শিরোপা জিতেছেন তিনি। ছুঁয়েছেন পর পর তিনটি চ্যাম্পিয়নস লিগের ট্রফি।এছাড়া রাশিয়া বিশ্বকাপে সেরা ফুটবলার হন তিনি।

ক্যারিয়ারে গেল বছরটা দু'হাত ভরে দিয়েছে মদরিচকে। মেসি, নেইমার রোনালদো এবং সালাহদের ছাড়িয়ে বিশ্বকাপের সেরা ফুটবলার, উফেয়ার সেরা ফুটবলার এবং ব্যালন ডি'অর উঠেছে এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের হাতে। 

অবাক করার বিষয় হলো দারুণ সব পুরস্কার তিনি গোল করে নয় বরং গোল করিয়ে এবং দারুণ ফুটবলশৈলি দেখিয়ে জিতেছেন এই শিরোপা। রিয়ালে ক্যারিয়ার শুরুর পর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। 

মরিনহো, কার্লো আনচেলত্তি, বেনিতেজের পর জিদানের অধীনে দারুণ ফুটবল খেলেছেন মদ্রিচ। এরপর সোলারির অধীনেও ভালো খেলেছে রিয়াল। এখন আবার লুকাকে ছাড়লে বড় ধরনের বিপদে পড়বে রিয়াল। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর