দলের বাইরে ছিটকে পড়লো ওয়েস্ট ইন্ডিজের গতি দানব


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৪:২৩ পিএম
দলের বাইরে ছিটকে পড়লো ওয়েস্ট ইন্ডিজের গতি দানব

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছে দুই পক্ষ। যাতে ৩৬০ রান করেও রেহায় পায়নি ক্যারিবিয়ানরা। আর এই ম্যাচটিতে যেমনিভাবে ছক্কার রেকর্ড হয়েছে। তেমনিভাবে তিনটি সেঞ্চুরি দেখেছে ক্রিকেটবিশ্ব।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে বড়সড় রানের স্তম্ভ তৈরি করেও বোলারদের ব্যর্থতায় জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ ম্যাচটিতে অনুপস্থিত ছিলে কেমার রোচের মতো তারকা। জানা গেছে, ৩০ বছর বয়সী এই জ্যামাইকান পেসার সামনের ম্যাচেও দলের সঙ্গে থাকতে পারছেন না। 

এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, রোচ ব্যাকপেইনে ভুগছেন। সে কারণে দুই ম্যাচে তাকে দেখা যাবে না। তবে তারা এও জানিয়েছেন তার ইনজুরি খুব একটা সিরিয়াস না। তারপরও বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকের একাদেশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 

প্রসঙ্গত, রোচ তার ৮০ ম্যাচের ক্যারিয়ারে ১১৪ উইকেট তুলতে সক্ষম হয়েছেন।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর